মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকায় রোববার (২১’মে) সকালে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টহল দল ২০২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (২২) ও তাজুল ইসলাম (৪৮) নামে ২ মাদক কারবারীকে আটক করেছে।
রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সদর দপ্তর, সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খানের নেতৃত্বে
দৈনিক ক্রাইমসিন পড়ুন আপনার প্রতিষ্টানের বিশ্ব ব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
র্যাব সদস্যরা তুলসীপুর বাজার এলাকায় মাদক ক্রয় বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুর রইছ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া ও একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে
তাজুল ইসলামকে আটক করে তাদের হেফাজত থেকে কয়েকটি বস্তায় মোড়ানো উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে। র্যাব-৯ আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রোববার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করেন।