লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে ধর্ষণসহ একাধিক মামলার আসামী সামছু মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার করাব ইউনিয়নের পশ্চিম সিংহগ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী মৃত ছায়েদ মিয়ার ছেলে সামছু মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায় যে, গত ২৩ জুন দিবাগত রাতে আসামী সামছু মিয়া বাদীর বসত ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করলে এ ঘটনায় বাদী তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে আসামী কে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন ..
Subscribe to get the latest posts sent to your email.