শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মু*ত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ওয়াগনের নিচে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত পাভেল শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী তেলবাহী ওয়াগনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ জানান- পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগীতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামতে চান। এ সময় একজন ঠিকমতো নামতে পারলেও পাভেল মিয়া পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুরো ঘটনাটি একজন ব্যক্তির মোবাইলে ভিডিও ধারণ হয়। মুহুর্তেই মর্মান্তিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিও ধারণের বিষয়ে অনেকে মন্তব্য করেছে টিকটিক ভিডিও তৈরী করতে গিয়েই প্রাণ হারিয়েছেন ওই যুবক। যদিও বাস্তবে এর কোন সত্যততা পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।