নিজেস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আ লিক সড়কের সৌদিয়াখলা গরুর বাজারের কাছে যাত্রীবাহীবাস ও অটোরিক্সা(সিএনজি)’র মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালকহস ৩জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদও হাসপাতালে ভর্তি করে।
নিহত সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরী পাড়ার আজির হোসেনের ছেলে জিয়াউল হোসেন(৩৫) আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ মুছা মিয়া(৭০) ও সিএনজি চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক(৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হাসান জানান রোববার সকাল সোয়া ৫টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকা গামী মর্ডান এক্সপ্রেস যাত্রীবাহী বাস উল্লেখিত এলাকায় একটি অটোরিক্সা(সিএনজি)’রঙ্গ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুড়ছে যায়।
ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩জন নিহত হয় এবং কমপক্ষে ১০বাস যাত্রী আহত হয়। এ সময় বাসটিও নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদে পড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ জব্দ করেছে।