সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল (৪০), অভি মিয়া (২৭) ও সবুজ মিয়া (২২)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আহতদের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে সার্জেন মোঃ শাকিল দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, ওই সময় মোতাব্বির হোসেন কাজল তার নিজের বাইক চালিয়ে তার বাড়ির রাস্তায় প্রবেশ করতে চাইলে বিপরীত মুখী আরেকটি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত অভি মিয়া মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের খাদেম মোঃ ফয়সল মিয়ার ছেলে ও সবুজ মিয়া রিয়াজনগর গ্রামের মোঃ তাহির মিয়ার ছেলে। এবং মোতাব্বির হোসেন কাজল স্থানীয় শিমুলতলা গ্রামের হাজী মতি মিয়ার ছেলে।