সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে নিলাম প্রক্রিয়া ছাড়াই বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয়েছে। খবর পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রেনু মিয়া নামক এক ব্যক্তি আকাশমণি, মেহগনি প্রজাতির গাছগুলো ট্রলি ভর্তি করছেন।
গাছ কাটার বিষয়ে রেনু মিয়া জানান, ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজারের কাছ থেকে ৫০ হাজার টাকায় গাছগুলো কিনেছেন তিনি। এর জন্য কোনো কাগজপত্র বা নিলাম দেওয়া হয়নি।
এ বিষয়ে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে মফিজউদ্দিন আহমেদ জানান, ৩৩০ মেগাওয়াট লাইনসহ বিদ্যুৎ লাইনের বিপত্তি ঘটায় গাছগুলো কাটা হয়েছে। এর জন্য প্রধান প্রকৌশলীর অনুমতি নেওয়া হয়েছে। তবে কোনো নিলাম প্রক্রিয়া বা বন বিভাগকে অবগত করা হয়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সুহেল বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ খুবই গুরুত্বপূর্ণ’।