শাহজীবাজার রাবার বাগানে ২৩২টি রাবার গাছের চারা কর্তন করলো দুর্বৃত্তরা।
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জে রাতের আঁধারে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর আওতাধীন রাবার বাগানের ২৩২টি রাবার গাছের চারা কর্তন করে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ ও বাগানে ৫জন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন বাগান ব্যবস্থাপক নন্দী গোপাল রায়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ঘটিকার দিকে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক) এর আওতাধীন শাহজীবাজার রাবার বাগানে ২৩২টি রাবার গাছের চারা কর্তন করছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে জানতে চাইলে শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্হাপক নন্দী গোপাল রায় জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন শাহজীবাজার রাবার বাগানটি একটি সরকারী বানিজ্যিক প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, রাতের আঁধারে বাগান এলাকার অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অবৈধভাবে রাবার বাগানে প্রবেশ করে বাগানের ৪৯একর জায়গার ২/৮২/২২নং ব্লকের ২০২১-২২ অর্থবছরে রোপিত ৮০টি রাবার চারা এবং ৩০একর জায়গার ১২/৮৩/২৩নং ব্লকের ২০২২-২৩ অর্থবছরে রোপিত ১৫২টি চারাসহ মোট ২৩২টি রাবার গাছের চারা কর্তন করে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ এবং বাগানে ৫জন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ও জানান তিনি।