শাহপুর আলীনগর হোসানীয়া যুব-সংগঠনের
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজারে অবস্হিত একটি সামাজিক ও অলাভজনক সংগঠন শাহপুর-আলীনগর হোসাইনীয়া যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (০১ডিসেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোবাস্বির হোসেনের সাক্ষরিতে ২২ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির পূর্ণরায় সভাপতি হাফেজ মোঃ আবুল কাশেম হৃদয় এবং সাধারণ সম্পাদক হলেন ক্বারী মোঃ উজ্জ্বল আহমেদ। সহ-সভাপতি ১ জন। সাংগঠনিক সম্পাদক ১জন, অর্থ সম্পাদক ২জন, ধর্ম সম্পাদক ১জন, প্রচার সম্পাদক ১জন, আজীবন সদস্য ১জন, সাধারণ সদস্য সংখ্যা ১৩জন,
সহ-সভাপতি হলেন জাকারিয়া মাহমুদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ জয়নাল আবেদীন আত্তারী, অর্থ সম্পাদক মোঃ আলী আকবর (রাসেল) ধর্ম সম্পাদক হাফেজ মোঃ আবু তালহা, নির্বাহী সদস্য মোঃ সালমান শাহ।
শাহপুর-আলীনগর হোসাইনীয়া যুব সংগঠন এর বর্তমান প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোবাস্বির হোসেন প্রিয় জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। একারণেই আমরা ২০২০ সালে এই সংগঠন দাঁড় করিয়েছি।
তিনি আরোও বলেন, সংগঠনের পক্ষ থেকে ইসলামিক বিভিন্ন কর্মসূচি উদযাপন সহ সমাজের ভালোকাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি। সামনেও সবাইকে নিয়ে সবার সহযোগীতা কল্যাণময় কাজ করে যাবো।