শিবগঞ্জ প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ):
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুন …
উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। এতে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ অন্যরা।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলন করা হয়।