নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেয়া পারাপারের সময় শীতলক্ষ্যা নদীতে পাথর বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে এক কিশোরী নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বানিয়াদী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরী ওশানা আক্তার (১২) বানিয়াদী পোরাবো এলাকার আবু সাঈদের মেয়ে ও স্থানীয় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ ওশানার মামা লিখন জানান, দুপুর আড়াইটার দিকে তারা পরিবার-পরিজন মিলে বেড়াতে যাবার জন্য বাড়ি থেকে রওয়ানা হন। শীতলক্ষ্যা নদীর বানিয়াদী খেয়াঘাটে নৌকা পারাপারের সময় নদীর মাঝপথে এমভি ওমর সাদিয়া নামক একটি পাথর বোঝাই জাহাজ তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে অন্য নৌকার মাঝিরা উদ্ধার করলেও ওশানাকে খুঁজে পাওয়া যায়নি।
ইছাপুরা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহাবুব জানান, ৯৯৯ এর মাধ্যমে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহাজের সুকানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জাহাজটিও জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Subscribe to get the latest posts sent to your email.