অবৈধ বালু চোরদের কঠোরভাবে হুশিয়ার করেন উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার।
বৈধ লিজের আগ পর্যন্ত কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করলে প্রশাসন তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নিবেন।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ আবু খায়ের সিদ্দিক মুরাদ, ইউপি আওয়ামী লীগ সম্পাদক মোঃ আসিদ আলী, ইউপি যুবলীগ নেতা ফুলমিয়া,
বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফটিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারণ।
শ্রীমঙ্গল থানা পুলিশের এস আই তীর্থংকর দাস ও এএসআই মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।
এসময় দেবে যাওয়া ব্রীজ পরিদর্শন করেন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সবাই।
উপজেলা নির্বাহী অফিসার ব্রীজটি ক্ষতিগ্রস্থ হবার আগেই কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
ব্রীজের তদারকির জন্য গ্রাম পুলিশ নিয়োগের ব্যবস্থা করা হয়।
এছাড়া উক্ত ইউপির মাদক, চোরাকারবারি, অবৈধ দখল উচ্ছেদ, বাজার মসজিদ নিয়ে মতানৈক্য ও আয়-ব্যয়’র অসামঞ্জস্যতা নিয়ে অভিযোগ তুললে, সার্বিক বিষয় নিয়ে সকলের সাথে উন্মুক্ত আলোচনার আয়োজন করার নির্দেশনা দেন তিনি।