দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপিদের নিয়ে আজ নির্বাচনী প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই প্রশিক্ষণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের ১১৭ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। দুই দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ও আগামীকাল দেশের ৩৩টি জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এর পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।