ক্রাইমসিন নিউজ ডেক্স :
আজ মাধবপুরবাসীর গর্ব, সাহসী রাজনীতিক ও সংগ্রামী সাংবাদিক আলাউদ্দিন আল রনির শুভ জন্মদিন। মাধবপুর উপজেলা তথা বৃহত্তর হবিগঞ্জ অঞ্চলে তাঁর নাম পরিচিত এক প্রজ্জ্বলিত আলো হিসেবে। তিনি মাধবপুর পৌর শাখা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি এবং মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে নিরলস ও নিষ্ঠাবান দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির ময়দানে যেমন তিনি ছিলেন অগ্রণী সৈনিক, তেমনি সাংবাদিকতা অঙ্গনেও তিনি রেখে গেছেন এক সাহসী কলমযোদ্ধার স্বাক্ষর। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক আমার দেশ, দৈনিক যায়যায়দিন সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিষ্ঠার সঙ্গে প্রতিনিধিত্ব করে চলেছেন। সমাজের নানা অসংগতি ও জনগণের প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল সাহসী, আপোষহীন এবং জনকল্যাণমুখী।
সৎ, নির্ভীক ও সংগ্রামী এই মানুষটি শুধু রাজনীতি বা সাংবাদিকতায় নয়, সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন প্রশংসনীয় ভূমিকা। তাঁর কর্মপ্রবাহ আজও অনুপ্রেরণা জোগায় তরুণ প্রজন্মকে, যারা সত্য ও ন্যায়ের পথে চলতে চায়।
👉 দৈনিক ক্রাইসিন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন।
আমরা গর্বিত একজন সাহসী কলমযোদ্ধা এবং আপোষহীন সমাজচিন্তকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে।
জন্মদিনে আলাউদ্দিন আল রনিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আমরা কামনা করি—তিনি দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন এবং আরও বলিষ্ঠ কণ্ঠে সত্য ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যান।
শুভ জন্মদিন, সংগ্রামী রনি ভাই!
Subscribe to get the latest posts sent to your email.