মাহমুদুল হাসান শুভ কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন রঙে আগুন লেগেছে ফাগুনে। আর শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছ বৃক্ষরাজি।
এরই মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। এ মুকুলের মৌ- মৌ মুগ্ধ গন্ধে হয়ে উঠেছে কাজীপুরে মানুষ।
কাজীপুর উপজেলা সব এলাকার বাসা- বাড়িতে রোপণ করা আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে মুকুল। শুধু বাসা- বাড়িতেই নয়, অনেকে বাণিজ্যিকভাবে করছেন আম বাগান। এছাড়া অফিস – আদালত কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা আম গাছগুলোতে ও দোলা দিচ্ছে মুকুল।
এখন প্রকৃতির খেয়ালে স্বর্ণলিরুপ ধারণ করেছে আবহমান গ্রামবাংলা। গত বছরের তুলনায় চলতি বছর প্রতিটি আমগাছে আশানুরূপ মুকুল আসতে শুরু করেছে। এসব মুকুল থেকে বেশি পরিমাণ আম পাওয়ার আশায় ইতোমধ্যে গাছগুলোতে ঔষধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা গ্রহণ করছে। আব্দুল মালেক আমাদের জানায় যে কাজীপুরে এমন কোনো বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়ছে আমের মুকুল। শুধু আমের মুকুল নয়, কাঁঠাল, লিচু,লেবু, প্রভৃতি ফলের গাছের মুকুলের ঘ্রাণে চারিদিকে সুবাতাস বইছে। এসব মুকুলের সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে। আনোয়ার হোসেন বলেন কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে। বিদেশি জাতের আমগাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাওয়া যেতে পারে।