তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার :
বগুড়ার নন্দীগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাদেরকে বরণ করে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দায়িত্বভার গ্রহণের আগে পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।
এরপর উপজেলা সভাকক্ষে পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংসদ সদস্য। উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার মেয়র, সকল ইউপি চেয়ারম্যান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানো হয়।
আরওপড়ুন …..
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, মোরশেদুল বারী, রেজাউল করিম কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করীম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল প্রমুখ। এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ফুল হাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।