সাংবাদিক নিযেগ নামে প্রতারক চক্র থেকে সাবধান
গাজী আনোয়ার ( যশোর ) ঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সংবাদ পত্র ও সাংবাদিক নিয়োগ ব্যানিজ্যে মাঠে নেমেছে
এক শ্রেণির প্রতারক চক্র -তারা চাঁদাবাজির ফাঁদ পেতে দেশের বিভিন্ন এলাকা থেকে বেকার শিক্ষিত যুবকদের সাংবাদিক পেশায় নিযোগ করে তাদেরকে কর্ম সংস্থান করে দেওয়া হবে বলে – তাদের
নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ , লক্ষ টাকা । দেখার কেউ নেই ।
ঐ সকল চক্রের সদস্যরা এক শ্রেণির ভুঁই ফোঁড় নাম সর্বস্ব আন্ডার গ্রাউন্ড পত্রিকা ও অনলাইন পোটাল এর সম্পাদকদের যোগসাজসে ঐ চক্রটি ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেয় যে , সারাদেশে সাংবাদিক নিয়োগ চলচ্ছে – বিভাগীয় ব্যুরো প্রধান , জেলা প্রতিনিধি , উপজেলা প্রতিনিধি ,আবশ্যক
– বিজ্ঞাপন দেখে দেশের বেকার যুবক ও যুবতীরা সংবাদিক হবার জন্য আবেদন করে থাকে – চক্রটি ঐ সকল আবেদন কারিদের কে জানিয়ে দেয় যে , আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সাংবাদিক নিয়োগ বিয়য়ে বিস্তারিত তথ্যাদি পরে জানিয়ে দিবেন । মোবাইলের মাধ্যমে ঐ সকল আবেদন কারিকে জানানো হয় যে, – আমাদের নিয়োগ বোর্ড আপনা কে এক বছরের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ দেবার সিদ্ধান্তে নিয়েছেন- শর্ত হলো আপনার আইডি কার্ড , নিয়োগ পত্র সহ অন্যান্য ডকুমেন্ট কুরিয়ার সার্ভিস পাঠানো হবে – ১ বছরের খরচ বাবদ ৩/৪ হাজার টাকা পাঠাতে হবে । আবেদন কারিদের অনেকেই কার্ড নিয়ে হয়ে যাচ্ছে বড় মাপের সাংবাদিক – সুকৌশলে ঐ সকল প্রতারক চক্রটি হাতিয়ে নিচ্ছে লক্ষ , লক্ষ টাকা । দেখার কেউ নেই ।