সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে এইচপিভি টিকাদান কর্মসূচি পালন
মোঃ সাগর আলী
জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী ১০ থেকে১৪ বছর বয়সী ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সারের প্রতিষেধক টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রদানের কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইসপিভি ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়।
টিকা প্রদান উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ, সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, আমিনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মমতা বরগম, চাঁদনী আক্তার, কামরুন্নাহার, শেলী খাতুন, ইসরাত জাহান, নিপা আক্তার, হাফিজা আক্তারসহ শিক্ষক/ শিক্ষিকা মণ্ডলী ও উপজেলা স্বাস্থ্য সহকারী ফরিদুল হক খাজা, স্বাস্থ্য সহকারী মাজেদা খাতুন।
টিকা প্রদানপূর্বক অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তোমরা তোমাদের সহপাটিদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করবে, যাতে টিকা নিতে কেউ বাদ না পরে। এটি অনেক মূল্যবান। যদি টিকা নিতে কেউ বাদ পড়ে তাহলে ব্যক্তিগতভাবে বাজার থেকে ক্রয় করতে হবে। যার মূল্য অনেক বেশি। এতে করে অনেক দরিদ্র পরিবারের পক্ষে ক্রয় করা সম্ভব না। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে। অত্র বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রীদের রেজিস্ট্রেশন করে এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য সহকারী মো. ফরিদুল হক খাজা জানার সানন্দবাড়ি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, অথেনটিক সেন্ট্রাল স্কুল, সবুজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যাপীঠ মডেল স্কুলের মোট ১৩৬ জন ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রম চলবে।