মাসুম আহমদ স্টাফ রিপোর্টার॥
বিএনপির একদফা পদযাত্রা কর্মসূচি অনুষ্টানে বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ,হাসপাতাল থেকে কিছুটা সুস্থ্য হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।;
২২ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শে বাসায় ফেরার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।;
১৮ জুলাই মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা পরবর্তী,, সমাবেশে বক্তব্য শেষ করেই হটাৎ অসুস্থ হয়ে পড়েন । মৌলভীবাজার জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।;
ঘটনার তাৎক্ষনিক চিকিৎসার জন্য নেতাকর্মীরা তাঁকে নিয়ে যান শহরের লাইফ লাইন কার্ডিয়াক হসপিটালে ‘
এঘটনার খবর বিভিন্ন মহলে পৌঁছালে সন্ধ্যার পর থেকেই হাসপাতালে আত্মীয়-স্বজন ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভীড় জমান হাসপাতালে,পরিবারের সদস্যরা হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েন।;
খবর পেয়ে দেখতে আসেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ নেতা কমীরা তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।;
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালে- যুক্তরাজ্য ভ্রমণকালে প্রথম বার তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে দেশে ফিরেন।;
২০১৪ সালে পৌরসভার মেয়র থাকা অবস্থায় চাল বিতরণকালে ফের হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসা শেষে হার্ডে রিং বসানো হয়। ’সে সময় থেকেই তিনি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন -বলে ফয়জুল করিম ময়ূন জানিয়েছেন।;
এদিকে ফয়জুল করিম ময়ূন-কে ১৯ জুলাই বুধবার ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় । কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: এন,এ,এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে- চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে ২১ জুলাই কিছুটা সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে আসেন- জনপ্রিয় বিএনপি নেতা।;
আরও পড়ুন …