সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫ জন
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে।
১৫ জানুয়ারী (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুড়িয়া গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,
১। মোঃ আমিন (৩৮),পিতা মোঃ আইয়ুব আলী, ২। মোছাঃ আমেনা বেগম (৫৫) স্বামী মোঃ নছের আলী, ৩। মোছাঃ তাজমিন খাতুন (২৫) পিতা মোঃ জহুরুল ইসলাম,
৪। মোছাঃ আঙ্গুরী বেগম পিতা মোঃ জসিম উদ্দিন,
৫। মোঃ আইয়ুব আলী, (৬০) পিতা মৃত ইয়াকুব আলী। সর্ব সাং সাত পুকুড়িয়া, থানা সিংড়া জেলা নাটোর।
জানা যায়, উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুড়িয়া গ্রামের আমিন উদ্দিন ও ইদ্দিস আলী দু’ পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এমন্ত অবস্থায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমিন আলীর বসত বাড়ীর সামনে প্রতিপক্ষ
১। মোঃ শাহ জালাল (২৬) পিতা মোঃ বাহার,
২। মোঃ আসলাম (৪০)
৩। আঃ রাজ্জাক (৪৫)
৪। ইদ্রিস আলী (৫০)
৫। মোঃ এশরাত (৪০) সর্ব পিতা মৃত মমিন,
৬। মোছাঃ মাজেদা বেগম (৩৯) স্বামী আঃ রাজ্জাক,
৭। মোছাঃ পারুল (৩৮) স্বামী মোঃ আসলাম, সর্ব সাং সাতপুকুড়িয়া গণ দলবদ্ধ হয়ে হাসুয়া, লাঠি দিয়ে আঘাত করে। ভিকটিম আমিনের মাথায় একাধিক হাসুয়ার আঘাত লেগেছে, আমেনা বেগমের মাথায় ৪ টি সেলাই, আঙ্গুরীর মাজায় আঘাত লেগেছে, তাজমিনের ডাইন হাতের কব্জির উপরে ভেঙ্গে গিয়েছে, আইয়ুব আলীর নাকের উপরে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়েছে। ভিকটিমদের আত্তিয় স্বজন আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমিন ও আমিনের মা আঙ্গুরীকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, এঘটনার বিষয় শুনেছি থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়া হবে।