সিনিয়র শিক্ষকের মোবাইল চুরি, উদ্ধারে কাজ করছে পুলিশ!
বিশ্বজিত পাল:
মাধবপুরের চৌমুহনি খুর্শিদদ হাই স্কুল কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক লুৎফুর রহমানের একটি মূল্যবান মোবাইল চুরি ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার কমলপুর হাজীবাড়ি থেকে গুগুল পিক্সেল ৬ প্রো মডেলের মোবাইলটি চুরি হয়।এ নিয়ে মাধবপুর থানায় সেটের আইএমএইআই নাম্বার উল্লেখপূর্বক ডিডি করা হয়েছে।কুইক রেস্পন্সের ভিত্তিতে থানার এএসআই আতিকুর রহমান উদ্ধারের কাজ করছেন।
এসএসআই আতিকুর রহমান জানান, শিক্ষক মহোদয়ের মোবাইলটি উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্র্যাকিং এর মাধ্যমে যতদূর সম্ভব আমরা মোবাইলটি উদ্ধারে কাজ করব।