মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয় সংসদের -৬২ সিরাজগঞ্জ -১ আসনে জয়ী হয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী নাসিমপুত্র তানভীর শাকিল জয়। রবিবার (৭ জানুয়ারি) রাত নয়টায় এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। মোট ১৭৩ টি কেন্দ্রের বেসরকারী প্রাপ্ত ফলাফলে জানা গেছে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ২ লক্ষা ৭৮ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে জহুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। এছাড়া জাসদের সাইফুল ইসলাম মশাল প্রতীকে পেয়েছেন ৬০৫ ভোট এবং বিএনএম প্রার্থী সবুজ মন্ডল পেয়েছেন ৫৭১ ভোট।
নির্বাচনে ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার হাজার ১১৫ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৯৯ হাজার ৫৫৫ জন।