এনামুল হক আলম মৌলভীবাজার :
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
আজ (২৪ জানুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেঞ্জ পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন …
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও নির্বাচনকালীন সময়ে বিশেষ কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।
এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) নির্বাচিত হন।
পাশাপাশি শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় বিশেষ পুরস্কার লাভ করেন।
Subscribe to get the latest posts sent to your email.