নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি পবিত্র ঈদ-উল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন অবমাননার ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়। এসময় মাধবপুর ওলামা পরিষদের আয়োজন উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর স্টেডিয়াম এর মোর প্রদক্ষিণ করে উপজেলা গেইটে এসে সমাপ্ত করা হয়। মানববন্ধন এর সময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, মাওলানা আব্বাস আলী, মাওলানা গিয়াস উদ্দিন সাহেব, মুফতি ওয়াজেদ আলী, হাফেজ মোবারক মোল্লা, মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা ঈসমাঈল, মাওলানা মুরশিদ সাহেব, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা এহতেশামুল হক সাহেব, মাওলানা ইজহার সাহেব, মাওলানা নুরুল আমিন আজাদী, মাওলানা সালা উদ্দিন সহ প্রমূখ।
বক্তারা বলেন, আমরা এখানে একজন মুসলিম পরিচয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক দেশ ও ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা রয়েছে কিন্তু তবুও সুইডেনের রাসমুস প্যালুদেন নামক যে কুলাঙ্গার কোরআন পুড়িয়েছে, সে শুধু কুরআন পোড়ায়নি বরং সমগ্র মুসলিমদের অন্তর পুড়িয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, ইসলাম আমাদেরকে সুশৃঙ্খল হতে শেখায়, শান্তিতে বসবাস করতে শেখায়। ইসলাম কখনো অরাজকতা সৃষ্টি সমর্থন করেনা৷ কিন্তু যে কুরআন অবমাননা করেছে, আমরা তাদেরকে মাধবপুর ওলামা পরিষদ ও সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।