নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ কাজে যোগদান করে পুলিশি কার্যক্রম শুরু করে দিয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (১৪ আগস্ট ২০২৪খ্রি.) হবিগঞ্জ জেলার অফিসার ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এসবিপি, এএফডব্লিউসি, এমফিল মহোদয় ও জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয় জেলার চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ৬ ব্রিগেড এর কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহীন আলম, পিএসসি, অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানা, অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা ও সাংবাদিকবৃন্দ।