আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি সেতুতে ওঠার রাস্তা ভেঙে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে। সদর ইউনিয়নের বিরাট গুচ্ছগ্রাম এলাকায় আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের (শরীফ উদ্দিন সড়ক) একটি সেতুর গোড়ায় রাস্তা ভেঙে বড় ধরণের গর্ত হয়েছে। যে কারণে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছেন এলাকাবাসী।,
স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ-বানিয়াচং হয়ে জলসুখা শরীফ উদ্দিন সড়কটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী মোটরসাইকেল, বাস, সিএনজি, ইজিবাইকসহ মালবাহী বিভিন্ন ধরনের ট্রাক, পিকআপসহ শতশত গাড়ি চলাচল করে। গত তিন বছরে কয়েকবার ওই সেতুর উভয়পাশের সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়ে কয়েকটি দুর্ঘটনা হয়। নামমাত্র কয়েকবার মেরামত করা হলেও গত তিনদিনের বৃষ্টিপাতে আবারো সেতুর গোড়ায় বড় গর্ত তৈরি হয়েছে।
সোমবার (১৯ জুলাই) ওই এলাকার খুরশেদ মিয়াসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান- প্রতিবছর বর্ষা মৌসুমে এরকম গর্তের সৃষ্টি হয়। মেরামত করা হলেও কিছুদিন পর আগের মত হয়ে যায় । তবে ভালভাবে মেরামত করা হলে এমনটা হবার কথা নয় বলে বিশ্বাস স্থানীয়দের।,
জলসুখা গ্রামের কাদির মিয়া বলেন- প্রতিদিনই এই সড়ক দিয়ে আমরা উপজেলা সদরে যাতায়াত করি। কিন্তু এই ব্রিজ পার হওয়ার সময় এই গর্তের কারণে দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়।
ওই রাস্তা দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক আবু নাইম বলেন, প্রতিদিন যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে জেলা শহরে আসা যাওয়া করি। সংযোগ সড়ক ভাঙনের ফলে ভয়ে চলাচল করি। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার শঙ্কায় বেশি থাকি।
জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়া এটি দ্রুত সংস্কার করা হবে।