ক্রাইমসিন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে দু পক্ষের সংঘর্ষে ১২জন আহত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকাল এগারোটায় মধ্যে দু দফায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলী আহমদ, মীর আহমদ ও কামাল মিয়া বাড়ির পাশে দক্ষিণ বনে জমিতে কাজ করতে যায়, এসময় তাদের কে একই গ্রামের ছোট্ট মিয়া, হুমায়ুন মিয়া, ও সুমন মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে।
এ সংবাদটি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় মৃত সুবেদ আলীর ছেলে আলী আহমদ (৬৫) ও মীর আহমদ (৬০) আলী আকবরের স্ত্রী মাকসুদা খাতুন (৩৫), রফিক মিয়ার স্ত্রী ফয়জুন্নেসা, আলী আহমদের ছেলে আলাই মিয়া (৩৫), মাসুক মিয়ার ছেলে সাদেক মিয়া ও হৃদয় মিয়া (১৮) ।
অপর দিকে মৃত ফুল মিয়ার ছেলে খলিলুর রহমান (৬৫), মৃত মুতি মিয়ার ছেলে সেনু মিয়া (৫০), খলিলুর রহমানের ছেলে সুমন মিয়া (২৬) ও হুমায়ুন কবির (৩৭), এবং সফর আলীর স্ত্রী সামিরু নেছা (৪০)। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় আলী আহম্মদ ও খলিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ চলে আসছিল।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন …