হবিগঞ্জের মাধবপুরে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল ৫ ঘটিকায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইটাখোলা গ্রামের আবু জাহের মিয়ার পুত্র রায়হান মিয়া (১০) বিকেলে ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে ছিলেন। এসময় তার পিতা ঘরে প্রবেশ করে ঘুমন্ত ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রায়হান মিয়ার মৃত্যু হয়।
মাধবপুর থানার ওসি মো:আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, শিশু রায়হান মিয়ার লাশ ময়নাতদন্তের প্রেরণ করা হবে। শুনেছি তার পিতা মানষিক ভারসাম্যহীন তাই তাকে এনে পরিক্ষা নিরক্ষ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।