সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা-বাগানের ফ্যাক্টরিতে লাগা আগুন।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
খবর পেয়ে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরওপড়ুন ….
চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিজয় সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চুনারুঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, তদন্ত করে দেখা হচ্ছে।
লালচান্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিস, চা শ্রমিক ও আশপাশের গ্রামের লোকেরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার আপ্রাণ চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফ্যাক্টরির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।