ক্রাইমসিন ডেস্কঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে জেলার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে প্রথমেই জেলা প্রশাসনের নিমতলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর এক শোকর্যালী শহর প্রদক্ষিণ করে। এছাড়াও মিলাদ দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আরও পড়ুন …