হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পূণঃ প্রতিষ্ঠার ১ দফার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির।
সিনেমা হল রোডস্থ দলীয় কার্যালয়ে থেকে বিশাল এক পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাছ উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সেলিম, সহ-সভাপতি শারফিন চৌধুরী রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী মুসা, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আবুল বাশার জুম্মন মেম্বার, জেলা যুবদল সদস্য সামসুল হক শিমুল, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আঃ রউফ, জামিউর রহমান জামু, স্বেচ্ছাসেবকদল সহ-সাধারণ সম্পাদক মিঃ এনাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ আহমেদ নিরব, জাকারিয়া চৌধুরী রতন, সাইদুর রহমান, আঃ রাজ্জাক শামীম, আতাউর রহমান রিপন, সাইদুল হক, শোয়েভ রানা, মোঃ উজ্জ্বল মিয়া, মেরাজ মিয়া, মোঃ রুবেল মিয়া, শাহ রেজাউল মতি টুটন, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ, মোঃ মোহিত, মোঃ রকি প্রমূখ। বক্তারা বলেন, ‘ভোটারবিহীন অবৈধ শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোল চালিয়ে যাওয়া হবে’।
আরও পড়ুন …