1. salmankoeas@gmail.com : admin :
 হবিগঞ্জ পৌরসভার আবর্জনাকে সম্পদে পরিণত করা হবে।  - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস আরগন ফার্মাসিউটিক্যালস এ-র বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্র নির্ধারণী সভা-২০২৫ অনুষ্ঠিত। মাধবপুরে সেনা অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ডিমলায় গাছ থেকে পরে শ্রমিকের মর্মা.ন্তিক মৃ.ত্যু। ভ্রমণ, বিনোদনের স্থান, দৃষ্টিনন্দন পটুয়াখালী ভার্সিটি, ক্যাম্পাস।। গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় ৫৮ জনের নামে মামলা

 হবিগঞ্জ পৌরসভার আবর্জনাকে সম্পদে পরিণত করা হবে। 

হবিগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ পৌরসভায় ‘বর্জ্য ব্যবস্থাপনা প্লাট’ বাস্তবায়নের মাধ্যমে আবর্জনাকে সম্পদে পরিণত করা হবে।;

সারাদেশে ৬টি পৌরসভায় বর্জ্য রিসাইকেলের মাধ্যমে আবর্জনা সম্পদে পরিনত করতে প্রকল্প গ্রহন করা হবে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভা অস্তর্ভূক্ত রয়েছে।;

হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন ২০ বছরের জমাকৃত বর্জ্য অপসারণ উদ্বোধন কাজের ফলক উন্মোচনকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেছেন।;

শনিবার বেলা ১২টায় আধুনিক ষ্টেডিয়ামের সামনে ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির আরো বলেন বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম ময়লা সরানোর বিষয়ে সার্বক্ষণিক তাগিদ দিয়েছেন এবং আমার সাথে ও জেলা প্রশাসকের সাথে সার্বক্ষণিক সমন্বয় করেছিলেন।;

আর সে কারণেই এ বিরাট সমস্যাটি সমাধান করা গেছে, যা ইতিপূর্বে কোন মেয়র করতে পারেননি।’ তিনি আশা করেন রাজশাহীর মতো হবিগঞ্জ হবে সুন্দর ও বাসযোগ্য একটি শহর।;

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু, টিপু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভুমি) আসমা বিনতে রফিক।;

বাইপাস সংলগ্ন ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নিয়ে হবিগঞ্জ পৌরসভার উত্তরকুল ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গত বাজেট ঘোষনা অনুষ্ঠানে মেয়র নতুন ডাম্পিং স্টেশন সাংবাদিকদের নিয়ে পরিদর্শনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।;

সেই ঘোষনা অনুযায়ী হবিগঞ্জ শহরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নিয়ে হবিগঞ্জ শহর হতে ৪ কিলোমিটার দুরে পৌরসভায় লিজকৃত নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন।;

মেয়র উপস্থিত সাংবাদিকদের ডাম্পিং স্টেশনের জায়গা পাওয়া, কিভাবে শহরের ময়লা আবর্জনা সংগ্রহ করে ময়লা ডাম্পিং স্টেশনে ফেলা হয়। ডাম্পিং স্টেশনের রাস্তার উন্নয়নের কাজের অগ্রগতি ইত্যাদি বিষয়ে ব্রিফ করেন। তিনি এ কাজটি সফল করার জন্য এমপি আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।;

 

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন ২০ বছরের জমাকৃত বর্জ্য অপসারণ কাজের সূচনা করেছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।;

সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সার্বিক সহযোগিতা ও জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্ব ও সমন্বয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম আবর্জনা অপসারণের কাজ বাস্তবায়ন করেন।

সেই সময় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হয়নি।;

শনিবার আনুষ্ঠানিকভাবে ওই কাজের ফলক উন্মোচন করা হয়। মেয়র বলেন, ‘হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী ছিল বাইপাস হতে আবর্জনার স্তুপ সড়ানো।;

আমরা হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন ২০ বছরের জমাকৃত বর্জ্য করতে পেরেছি। বর্তমানে শহরের সকল বর্জ্য উত্তরকুল নতুন ডাম্পিং স্টেশনে প্রতিদিন অপসারণ করা হয়।;

কিন্তু এই বর্জ্য অপসারণ কাজ অব্যাহত রাখতে পৌরসভাকে পদে পদে চ্যালেঞ্জের সম্মূখীন হতে হয়। নতুন মাটির রাস্তা বৃষ্টিতে নস্ট হয়ে যায়। প্রতিদিন পৌরসভার বর্জ্যবাহী ডাম্প ট্রাক অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে গন্তব্যে যেতে হয়। বৃষ্টির সময় রাস্তায় যাতায়ন বন্ধ হয়ে যায়। এই সামগ্রিক বিষয় মিডিয়ার মাধ্যমে পৌরবাসীকে জানাতে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।;

মেয়র বলেন, এমপি আবু জাহিরের ডিও লেটার এবং জেলা প্রশাসকের ব্যক্তিগত তাগিদের কারণে এলজিইডি কর্তৃক ডাম্পিং ষ্টেশনে যাওয়ার রাস্তার কাজ অচিরেই শুরু হবে। রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন হলে এ সমস্যা আর থাকবে না।;

এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোঃ হারুনুর রশীদ চৌধুরী।;

সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক বলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান তার দায়িত্বকালে শহরের ময়লা অপসারণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন দপ্তরের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছিলেন।;

সকলের সহয়োগিতায় জেলা প্রশাসন, পৌরসভা এবং সর্বোপরি সংসদ সদস্যের সুন্দর সমন্বয়ের ফলেই এ জটিল কাজটি করা সম্ভব হয়।;

আরও পড়ুন ..

আওয়ামী লীগে একাদিক প্রার্থী ! বিএনপি সুযোগ কাজে লাগাতে চায় ।। হবিগঞ্জ-৪ আসন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com