ক্রাইমসিন ডেস্কঃ
হবিগঞ্জ সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় চন্দ্র দেব এবং মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল ইসলাম।
গতকাল বুধবার হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি সাক্ষরিত ২৬৭৩ স্মারকে তাদেরকে বদলির আদেশ দিয়েছেন। একই আদেশে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে হবিগঞ্জ লাইনওয়ারে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে অজয় চন্দ্র দেব বানিয়াচং থানা ও রকিবুল ইসলাস বাহুবল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন ….