দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
মাধবপুরে একটি নিরীহ পরিবারকে ষড়যন্ত্রমুলকভাবে হয়রানী করার উদ্দেশ্যে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই মামলার ভুক্তভোগী আসামী শের আলীর পরিবার।শের আলী উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মেহের আলীর ছেলে।;
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শের আলীর স্ত্রী হাবিবা খাতুন,বোন রোকেয়া বেগম,জ্যোৎস্না বেগম ও মোঃ সেলিম মিয়া।বক্তব্যে শের আলীর স্ত্রী বলেন, ” তার স্বামী খুবই নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ।কারো সাতপাঁচেই তিনি থাকেন না।;
তারা খুবই গরীব ও অসহায়।এ অবস্থায় প্রতিহিংসা বশতঃ তাদেরকে হয়রানী ও আর্থিক ক্ষঢক্ষতির সম্মুখীন করার হীন উদ্দেশ্যে একটি মহল বিগত সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাসস্ট্যান্ডে সংঘটিত একটি তুচ্ছ ঘটনায় ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে বাছির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে কিছু লোক এলোপাথারি পিঠিয়ে জখম করলে পরদিন ঘটনাস্থলের কিছু উত্তরে ডাক্তারবাড়ী গেইট নামক স্থানে বাছির মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে লোক মারফত তার স্বজনেরা ঘটনা জানতে পারে।;
এ ঘটনার মাসাধিক কাল পরে ৮ অক্টোবর জামাল মিয়া,শানু মিয়া,হেলাল মিয়া,কামাল মিয়া,পারভেজ মিয়া খলির মিযা,দুলার মিয়া,জুনাইদ মিয়া,পারভেজ মিয়া,সেবুল মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুল কাইয়ুম।;
এ মামলায় আমার স্বামী শের আলীকেও আসামী করা হয়।আমার স্বামী এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়।একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার স্বামীকে হয়রানী করার উদ্দেশ্যে এই মামলায জড়িয়ে আমাদের মতো নিরীহ ও হতদরিদ্র পরিবারটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।আমি এ ধরনের হয়রানীমুলক ঘটনার প্রতিকার চাই। তিনি আরো বলেন ‘সঠিক তদন্তে প্রকৃত রহস্য উদঘাটিত হবে।;
আরও পড়ুন ….