এনামুল হক আলম মৌলভীবাজার জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলনে সম্মেলনের উদ্ভোধন করেন কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য।
জেলা কমিটির আহবায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব সীমা দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, আমাদের সমাজে যা প্রয়োজন তা হলো মেয়ে মানুষ থেকে মানুষ হওয়া, দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, সামনের সারিতে উঠে আসা। সংকল্প হবে নারীকে খাঁচায় বন্দী করে রাখা নয়, তাকে মুক্ত আকাশে ডানা মেলে উড়ার ক্ষমতা করে দেয়া। পরিবারে নারীর উন্নতি না হলে পরিবারের উন্নতি হবে না; পরিবারের উন্নতি ব্যতিরেকে সমাজের উন্নতি কিছুতেই সম্ভব নয়। সমাজের উন্নতি বিনা জাতির উন্নতি অসম্ভব।
ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন ও নারীদের এগিয়ে দিচ্ছেন যাতে সমতায়নের দিকে পৌঁছে যায়। এ লক্ষে তিনি পিছিয়ে থাকা অনগ্রসর সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যা প্রশংসনীয়। এ অগ্রযাত্রায় সংখ্যালঘু নারীরাও যাতে সামিল হতে পারে তার লক্ষ্যে আমরাও সামাজিক এবং রাষ্ট্রীয় সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা।
ত্রিবার্ষিক এ সম্মেলনে মায়া চৌধুরীকে সভাপতি ও সীমা দাশকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন ..