মাহমুদুল হাসান শুভ : কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সেচ্ছাসেবী হৃদয়ে কাজীপুর সামাজিক ও মানবিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা ভবানীপুর ঈদগাহ মাঠে শতাধিক গরীব অসহায় ও দুস্ত নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ হয়েছে।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি জাফর ইকবাল বলেন, হৃদয়ে কাজিপুর একটি সামাজিক ও মানবিক সংগঠন।
নিজেদের অর্থায়নে উপজেলার ছিন্নমূল, অসহায়, সুবিধা বঞ্চিত, মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। প্রতি বছরেই ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সামগ্রিক বিতরণ করে থাকে সংগঠনটি।
তারি ধারাবাহিকতায় আজ শতাধিক মানুষদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়। সবার ভালোবাসায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষি কর্মকর্তা সোহেল রানা সুমন, ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি আব্দুল্লাহ কাফি, সহ-সভাপতি শিশির বিশ্বাস, সহ-সভাপতি আল হেলাল হিটু, সাংগঠনিক সম্পাদক শোভন জুবায়ের সহ সদস্য ও সুবিধা ভোগীগণ।