
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ ইউসুফ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার ৬ মে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় এএসআই জীবন বাগতী শ্রীমঙ্গল থানাধীন সোনার বাংলা রোড থেকে আটক করে।,
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের মেসার্স ভিশন ট্রেডার্স এর সামনে থেকে তাকে আটক করা হয়।,
এ সময় আটককৃত ইউসুফকে তল্লাশি করে আসামির পরনের প্যান্টের প্যাকেট থেকে ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৩০০টাকাও জব্দ করা হয়।,
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের পানপট্টি এলাকার কয়েকজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছে।’
আটককৃত ইউসুফ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।,
এঘটনায় আটককৃত ব্যক্তি ইউসুফ এবং তাকে ইয়াবা সরবরাহকারী পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।,
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.