তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, হরতাল-অবরোধের নামে কেউ সহিংসতা ও নাশকতা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলুন।
পাকিস্তানি পেতাত্মা স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীদের রাজপথেই প্রতিহত করতে হবে। এজন্য ১৪ দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকুন। জননেত্রী শেখ হাসিনার কাছেই বাংলাদেশ ও জনগণ নিরাপদ।
আরও পড়ুন ….
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম পৌর সদরের বাসস্ট্যান্ডে জাসদ আয়োজিত উন্নয়ন প্রচারণা ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপির ডাকা অবরোধ বিরোধী অবস্থান, মহড়া ও মিছিলে নেতৃত্ব দেন তানসেন এমপি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া-নাটোর মহাসড়কে মোটরসাইকেল মহড়াকালে নেতাকর্মীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করেন। বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে দফায় দফায় পথসভা করে।
উন্নয়ন প্রচারণা ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা জাসদের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সহ সভাপতি আবু তালেব, মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান রুস্তম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহীন, প্রচার সম্পাদক প্রভাষক ফেরদৌস জামান, জাসদ নেতা জুলফিকার আলী ভূট্রো, আবু বক্কর সিদ্দিক, এমদাদুল হক এমদাদ, তফছের আলী, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, বখতিয়ার হোসেন, ইদ্রিস আলী, খোকন মিয়া, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম তোতা, জাসদ ছাত্রলীগ নেতা এসএম সুমন, আব্দুল আজিজ, জাহিদুল ইসলাম প্রমুখ।