দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে ইউনুস মিয়াকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণু (৪০) কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
(৫-অক্টোবর ) রাত্রে জগদীশপুর লেবামারা বাগানের নিজ বাড়ি থেকে এ,এস,আই জিয়াউর রহমান এর নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,মাধবপুর থানার অফিসার ইনচার্য রাকিবুল ইসলাম খাঁন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন বলেন, ২০০৬ সালের সুদের টাকার লেনদেন নিয়ে একমাত্র আসামী সাধন সাঁওতাল ইউনুস মিয়াকে হত্যা করে পালিয়ে বেড়ায় প্রায় দেড়-যুগ সময় ধরে।
২০০৬ সালে হত্যা মামলায় সাধন সাঁওতাল বিষ্ণু কে যাবজ্জীবন সাজা ও ৫০হাজার অর্থদন্ডে দন্ডিত করে মহামান্য আদালত।কিন্তু সে পলাতক ছিলো। পরে বৃহস্পতিবার রাত্রে এ,এস,আই জিয়ার নেতৃত্বে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।