মাধবপুর, হবিগঞ্জ:
মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় কৃষক মোঃ ফারুক মিয়া (৫৩) হত্যাকাণ্ডের ঘটনার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে মাধবপুর থানা পুলিশ। এ ঘটনায় দুটি গুরুত্বপূর্ণ গ্রেফতারও সম্পন্ন হয়েছে।
ঘটনার পর মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোহাম্মদ আলী @ রুবেল (৩২), পিতা – মোঃ নাজির আহাম্মেদ, গ্রাম – রসুলপুর, ৩নং বহরা ইউনিয়ন,
২। বিধান কর্মকার (৩৫), পিতা – মৃত মতি লাল কর্মকার, গ্রাম – বুল্লা, ৮নং বুল্লা ইউনিয়ন, বর্তমান ঠিকানা – মনতলা রেল স্টেশন,
উভয়ই মাধবপুর থানাধীন, জেলা – হবিগঞ্জ।
গ্রেফতারকৃত বিধান কর্মকার পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ২৪ মে বিকেল ৪টায় সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানায়, পাওনা টাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ফারুক মিয়া একজন কৃষক ছিলেন এবং তার সঙ্গে আসামিদের আর্থিক লেনদেন ছিল বলে জানা গেছে।
মাধবপুর থানার পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাবাসী মাধবপুর থানা পুলিশের ত্বরিত ও পেশাদার তদন্ত কার্যক্রমের প্রশংসা করেছেন।
Subscribe to get the latest posts sent to your email.