৪৯৮ মেট্রিকটন কাঁচা লংকা ভারত হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করল
গাজী আনোয়ার – বেনাপোল প্রতিনিধি :
গত দুইদিনে ভারত থেকে বেনাপোলে এলো ৪৯৮ মেট্রিকটন কাঁচা মরিচের চালান ।দুর্গা পূজার কারনে বেনাপোল ও পের্টাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন । বন্দর খুলে যাওয়ায় একদিনেই ৩৮৬ মে.টন কাঁচা মরিচ ভারত থেকে আসে । বন্দর খললে ৫৬ টি ট্রাকে বন্দর থেকে খালাস করে নিয়ে গেছে আমদানিকারকরা সোম ও মঙ্গল বারে ।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে ৩৮৫ মে. টন কাঁচা মরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ১২টি ভারতীয় গাড়িতে প্রায় ১১২ মে. টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।