
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটানো হবে।”
আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় মাধবপুর উপজেলার জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জগদীশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক এম.এম. গউছ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আজ দেশের মানুষ ন্যায়ের রাজনীতি, সুশাসন ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ। মাধবপুর-চুনারুঘাটের জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি জনগণের সন্তান, আপনাদের সেবা করাই আমার অঙ্গীকার। ক্ষমতায় গেলে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”
তিনি আরও বলেন, “শিক্ষা খাতকে আধুনিকায়ন করা হবে, প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল ও কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসেবা কেন্দ্র আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আনা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “সৈয়দ ফয়সল শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন সমাজসেবক। মাধবপুর ও চুনারুঘাটের মানুষ তাকে ভালোবাসে তার সততা, পরিশ্রম আর মানবিকতার কারণে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি আরজু মিয়া মেম্বার, সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের সময় জনগণ চরম দুর্ভোগে রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকারত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্য ও শিক্ষার অব্যবস্থাপনা—সবকিছুতে মানুষ অতিষ্ঠ। তাই জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
সভায় ৯টি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ ধানের শীষের পতাকা ও প্রতীক হাতে নিয়ে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণ, নারী ও বয়োবৃদ্ধ সবাই ফয়সলের পক্ষে স্লোগান দেন—“ভোট দিন ধানের শীষে, উন্নয়নের পথে।”
অনুষ্ঠানের শেষে ফয়সল জনগণের উদ্দেশে বলেন, “আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের জায়গা থেকে। এই আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের সমস্যা আমি জানি। নির্বাচিত হলে জগদীশপুরসহ পুরো মাধবপুর ও চুনারুঘাটে উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হবে। এই পরিবর্তনের যাত্রায় আমি আপনাদের সবার সহযোগিতা চাই।”
বার্তা প্রেরক
Subscribe to get the latest posts sent to your email.