
জেলা গোয়েন্দা শাখা ডিবি ২এর ও মডেল থানার অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খোটারচর এলাকা থেকে সোহেল (৩৫) পিতা ,কোরবান আলীর ছেলে।এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।ও জেলা গোয়েন্দা শাখার ডিবি ২এর অভিযানে গভীর রাতে সোহেল (২৫) পিতা,খলিল মন্ডল এর ছেলে ইসলামপুর উপজেলা তেঘরিয়া মিয়া পাড়া এলাকার থেকে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি।
গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার ডিবি টু এর বিশেষ অভিযানে আটক করতে সক্ষম হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান বলেন, আটককৃত সোহেলের কাছে ১৯ পিস ইয়াবা পাওয়া যায় ও ডিবির অভিযানে ইসলামপুর উপজেলা থেকে সোহেলের কাছ থেকে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সোহেলের বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলার রুজু হয়েছে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী দুই সোহেলকে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ।
Subscribe to get the latest posts sent to your email.