
মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ, প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মো. মাহমুদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার,মো. জয়নাল আবেদীন , উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, খবিরুজ্জামান খান ,প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা ,মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো.রতন মিয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা, আহ্সান হাবীব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার,মো.মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, ফাতেমা সুলতানা, একেএম মেমোরিয়াল কলেজ এর অধ্যক্ষ,আবু হানিফ, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত, জাকিয়া সুলতানা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেওয়ানগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা বাজার মনিটরিং সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
Subscribe to get the latest posts sent to your email.