
মো.সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
উপমহাদেশে বহু বছর ধরে হিজড়াদের কোনো স্বীকৃতি ছিল না। ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশেও হিজড়াদের তৃতীয় লিঙ্গ বলে ঘোষণা করা হয়েছে।
তাঁরই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর এলাকার কালিকাপুর গ্রামের নুর ইসলাম এর সন্তান মুন্নি আক্তার।পাঁচ ভাই বোনদের মধ্যে তিনি প্রথম সন্তান। তৃতীয় লিঙ্গের মুন্নি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়েছিলেন।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার বলেন, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমাকে উপজেলা বাসী ভালোবেসে ভোট দিয়ে ছিলেন যাতে করে উপজেলার উন্নয়ন হয়।
সেই কপাল আর হলো না আমার।আমাদের কোন প্রকার লোভ লালসা নেই। বাড়ি গাড়ি করাও ইচ্ছা নেই । হিজড়ারাও মানুষ। আমাদের সব ধরনের ইন্দ্রিয় অনুভূতি সাধারণ মানুষের মতো। হাসি, কান্না, দুঃখ-বেদনা, ভালোবাসা, ক্ষুধা-তৃষ্ণা, ঘুম-ক্লান্তি, বিনোদন ইত্যাদি সবকিছুই আমাদের আছে।
আমাদের ৫ একর জমির ওপর একটি পুকুর আছে সেখান থেকে যা আয় আসে ও তিন শ’ হাঁস রয়েছে এখান থেকে যা আয় আসে তাই আমি আমার জনগণের মাঝে প্রধান করি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট সকল বিবেচনা করে আমাদের পদ ফিরিয়ে দেওয়ার আবেদন করছি।
আরওপড়ুন ….নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণের প্রভাব ও তাথেকে রক্ষায় করনীয় শীর্ষক গ্রীন ক্যাম্পেইন
Subscribe to get the latest posts sent to your email.