
নিজস্ব প্রতিবেদকঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আলোচিত নাইন মাডার মামলার পলাতক আসামি দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মন্জু সরকারকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার (২ নভেম্বর) সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে এসআই জিয়াউর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাইন মাডার মামলাটি দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম আলোচিত একটি হত্যা মামলা হিসেবে পরিচিত। মামলায় একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। মূল আসামি মন্জু সরকার গত কয়েক মাস ধরে পলাতক ছিলেন, যার কারণে মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছিল।
অবশেষে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান শনাক্ত করে দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সকাল থেকেই পুলিশ গোপন ঘেরাওয়ের পরিকল্পনা নেয় এবং শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চেয়ারম্যান মন্জু সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি মিজানুর রহমান বলেন, “নাইন মাডার মামলার অন্যতম আসামি দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মন্জু সরকারকে আজ সকালে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। বানিয়াচং থানা পুলিশ যেভাবে কাজ করছে, তাতে আশা করছি মামলার সব আসামিই শিগগির গ্রেফতার হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছিল। নিহতদের স্বজনরা বারবার প্রশাসনের কাছে আসামিদের দ্রুতজ গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে দৈনিক তরফ বার্তাসহ পত্রিকা নিউজ এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।
পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, “এতদিন ধরে মামলার প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় আমরা হতাশ ছিলাম। অবশেষে চেয়ারম্যান মন্জু কুমার দাস ধরা পড়ায় আমরা আইনের প্রতি শ্রদাশীল
বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষ এই গ্রেফতার অভিযানে যুক্ত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী তে ও যেন অতি শিগ্রেই আসামী গ্রেফতারের দাবী জানিয়েছে ! দ্রুত মামলার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
Subscribe to get the latest posts sent to your email.