
অনলাইন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সমুজ মিয়া (সমুজ আলী) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমুজ আলী মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের বাসিন্দা কালু মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে দক্ষিণ বেজুড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সমুজ আলীকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্র চলমান রয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.