
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হেলাল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
গত শুক্রবার রাতে মাধবপুর থানার এসআই নাজমুল ইসলাম বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ-উল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সহিদ-উল্যা।
Subscribe to get the latest posts sent to your email.