
মাধবপুরে কৃষকের ৮০০ ফলন্ত সীম গাছ কেটে দিল দুর্বৃত্তরা,ক্ষতি ৬ লাখ টাকা!
মুজাহিদ মসি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় রাতের আধারে কৃষক দুদ মিয়ার প্রায় ৮০০ ফলন্ত সীমগাছ ও
ধানের চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার(২৪ জানুয়ারী) রাতে উপজেলার চৌমুহনী ইউপির বড়ুড়া গ্রামের বয়োবৃদ্ধ কৃষক দুদ মিয়ার ফলন্ত সীম ক্ষেতে এই ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।প্রায় ৮০০ ফলন্ত সীম গাছ কেটে ফেলা হয়।
তার এক আত্বীয়ের ২০ শতক জায়গার ধানের চারাও বিষ দিয়ে মেরে ফেলা হয়।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের লোকজন ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী কৃষক দুদ মিয়া বলেন,দুষ্কৃতিকারীরা আমার ৮০০ ফলন্ত সীম গাছ ও আমার আত্মীয়েরর ২০ শতক ক্ষেতের ধানের চারা সব গাছগুলো শেষ করে ফেলেছে।এনজিও ও ব্যাংক থেকে ঋণ করে করা বাগানের গাছ কেটে ফেলায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওরা (দুর্বৃত্তরা) সর্বনাশ করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, হতদরিদ্র কৃষক দুদ মিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেল। দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ওসি সাহেবকে আমি বলে দিব।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নি।করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ছবি:মাধবপুরে কৃষক দুদ মিয়ার ৮০০ ফলন্ত সীমগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
Subscribe to get the latest posts sent to your email.