
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার। এ সময় প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, “’সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।”
এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ২০০ জন সুফলভোগীর মাঝে মোট ৪০০টি ছাগল (প্রতি জনে দুটি করে) বিতরণ করা হয়েছিল।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, “অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।”
সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।
আরওপড়ুন….একাডালায় ইছামতী নদীর উপর নির্মিত বাঁশের সেতুতে ওঠার দুইপাশের রাস্তায় বিছানো হলো ইট
Subscribe to get the latest posts sent to your email.