
অনলাইন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মাধবপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, মাওলানা ইসমাইল, কামরুল ইসলাম খানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ইন্টারিম সরকারের কাছে তাদের একমাত্র দাবি— বাউল শিল্পী আবুল সরকারের বিমাধবপুরেরুদ্ধে দ্রুত ও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশ শেষে পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় সৈয়দ মাহদী, ইমরান আহমেদ দিপু, হাফেজ আকরাম, ফারহান দিহান রনি প্রমুখসহ অংশগ্রহণকারীরা আবুল সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.